8 POSTS
নাজিম উদ দৌলা বর্তমান সময়ের একজন জনপ্রিয় থ্রিলার লেখক। মূলত থ্রিলার, সাইকো থ্রিলার এবং হরর ধাঁচের গল্প লিখে থাকেন। এখন পর্যন্ত ৬টি থ্রিলার উপন্যাস লিখেছেন। ইনকারনেশন, ব্লাডস্টোন, মহাযাত্রা তার উল্লেখযোগ্য উপন্যাস। কালজয়ী চরিত্র মাসুদ রানাকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রসহ বেশি কিছু বাংলা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন তিনি। ক্রিয়েটিভ সুপারভাইজর হিসেবে চাকরি করছেন দেশের শীর্ষস্থানীয় একটি ডিজিটাল এজেন্সিতে।